Sunday - May 5, 2024 10:36 AM

Recent News

যুক্তরাষ্ট্র একঘরে হওয়ার শঙ্কায় : সাবেক প্রেসিডেন্ট বুশ

যুক্তরাষ্ট্র একঘরে হওয়ার শঙ্কায় : সাবেক প্রেসিডেন্ট বুশ

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্র একঘরে হওয়ার শঙ্কায় ভুগছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে সরে আসার পর এখন বিশ্ব থেকে আলাদা হয়ে পড়বে বলে হুঁশিয়ারিও দেন সাবেক এ প্রেসিডেন্ট।

জর্জ ডব্লিউ বুশ বলেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্বের জন্য অপরিহার্য কিন্তু একা হয়ে পড়ায় বিপদ বাড়ছে।’ শুক্রবার আটলান্টিক কাউন্সিল আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বুশ এসব কথা বলেন।

সাবেক যেসব প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করছেন বুশ তাদের অন্যতম। এর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পকে বিভ্রান্ত করা হয়েছে।

ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন গত মঙ্গলবার। সারা বিশ্ব বিশেষ করে ইউরোপের মিত্ররা মার্কিন প্রেসিডেন্টের এ ঘোষণার সঙ্গে দ্বিমত পোষণ করে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে ট্রাম্প তার সিদ্ধান্তে রয়েছেন অনড়। নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছেন ইরানের ওপর। পার্সটুডে

0Shares

COMMENTS