Sunday - May 5, 2024 7:00 AM

Recent News

রুশ বোমারু বিমানকে প্রতিহতের দাবি যুক্তরাষ্ট্রের

রুশ বোমারু বিমানকে প্রতিহতের দাবি যুক্তরাষ্ট্রের

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : আলাস্কা উপকূলে আন্তর্জাতিক আকাশসীমায় দুইটি রুশ বোমারু বিমানকে প্রতিহত করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। তারা জানায়, দুইটি মার্কিন যুদ্ধবিমান শুক্রবার রুশ বোমারু বিমানকে প্রতিহত করেছে। রয়টার্স এক প্রতিবেদন জানায়।

উত্তর আমেরিকা আকাশসীমা প্রতিরক্ষা কমান্ডের মুখপাত্র কানাডীয় সেনাবাহিনীর মেজর অ্যান্ড্রু হেনেসি এক বিবৃতিতে বলেন, ‘রুশ বোমারু বিমান ‘টিইউ-৯৫’ আলাস্কা উপকূলের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনের ২০০ মাইলের মধ্যে ঢুকে পড়ে। নোরাড এফ-২২ মডেলের দুইট ফাইটার বিমান সেটা প্রতিহত করে। রুশ বিমানগুলো আর মার্কিন আকাশ সীমায় ফিরে আসেনি।

শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা আরআইএ জানায়, রুশ বোমারু বিমান টিইউ-৯৫ ও টিউ-১৪২ কে ৪০ মিনিট ধরে আন্তর্জাতিক আকাশসীমায় দুটি এফ-২২ যুদ্ধবিমান এসকোর্ট করে নিয়ে গেছে।

রুশ সেনাবাহিনীর দাবি, মার্কিন বিমান গুলো রুশ বোমারু বিমান থেকে ১০০ মিটারেরও বেশি দূরত্ব বজায় রেখেছিল। সূত্র : বাংলা ট্রিবিউন

0Shares

COMMENTS