Sunday - April 28, 2024 11:56 PM

Recent News

রোজা ও মুসলমান সম্পর্কে অশ্লীল কথার প্রতিবাদ করায় নিউইয়র্কের ম্যানহাটনে বাংলাদেশি ট্যাক্সি চালক ছুরিকাহত

বাংলাপ্রেস(নিউইয়র্ক): রোজা ও মুসলমান সম্পর্কে অশ্লীল কথার প্রতিবাদ করার কারণে নিউইয়র্কের ম্যানহাটনে এক বাংলাদেশি ট্যাক্সি চালককে ছুরিকাঘাতে আহত করেছে এক শ্বেতাংঙ্গ আমেরিকান তরুণ। গত মঙ্গলবার সন্ধ্যা ৬টা্র দিকে এ ঘটনাটি ঘটলেও এনডিটিভি প্রতিবেদনটি প্রকাশ করেছে বৃহস্পতিবার। প্রতিবেদনে জানা যায়, মাইকেল এনরিক নামে ২১ বছর বয়সি (সম্প্রতি আফগানিস্তান মেরিনে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছে) চলচ্চিত্র বিষয়ের ছাত্র বাংলাদেশি ট্যাক্সি চালক আহমেদ এইচ শরিফকে (৪৪) উপর্যুপরি ছুরিকাঘাতে আহত করে। আহত শরিফ জানান, এনরিক তার ট্যাক্সিতে উঠার পর বন্ধুত্বপূর্ণ আচরণ করতে থাকে। তার নাম, দেশ এবং মুসলিম কিনা তা জানতে চায়। তারপর তার রমজান কেমন কাটছে তাও জিজ্ঞেস করে। কিন্তু আশ্চর্যজনক ভাবে হঠাৎ করে সে রমজান সম্পর্কে আপত্তিকর এবং অশ্লীল সব কথা বলতে থাকে। এরপর শরিফ তার সাথে কথা বলা বন্ধ করে দিলে এনরিকও চুপ হয়ে যায়।

ক্যাবটি যখন থার্ড অ্যাভিনিউ-এর ৩৯ স্ট্রিটে পৌঁছে তখন সে তাকে লক্ষ্য করে চিৎকার করতে থাকে। সে চিৎকার করে বলে, এখানে তোমাকে নামতে হবে। এটা একটি চেক পয়েন্ট। সৌদি বাদশাকে এই চেক পয়েন্টে তোমাকে ডেকে নিয়ে আসতে হবে। শরিফ বলেন, ওই মুহূর্তে এনরিক একেবারে সৈনিকদের মতো আচরণ করতে থাকে। তারপর সে চামড়ায় মোড়ানো একটি চাকু তার গলা বরাবর চালিয়ে দেয়ার চেষ্টা করে। কৌশলে সরে যাওয়ায় শরিফের মুখে চাকুর আঘাত লেগে কেটে যায়। এরপর চাকুর আঘাত ঠেকাতে গিয়ে হাত ও হাতের তালুতে আঘাতপ্রাপ্ত হন শরিফ।সে সময় একজন পুলিশকে দেখে চিৎকার করলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। অথচ ওই সময় এনরিক পুলিশের কাছে শরিফের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ করে। আহত শরিফকে বেলেভো হাসপাতাল কেন্দ্রে ভর্তি করা হয়। তার শরীরের বিভিন্ন অংশে ২৪টি সেলাই দিতে হয়েছে।ম্যানহাটন জেলা অ্যাটর্নি এনরিকের বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি হত্যা চেষ্টা, ফাস্ট ডিগ্রি সহিংস আক্রমণ এবং অস্ত্র অপরাধ আইনে অভিযুক্ত করেছেন। বুধবার তাকে আদালতে হাজির করা হলে আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। আদালতে দোষী সাব্যস্ত হলে এনরিকের সর্বোচ্চ ২৫ বছর জেল হতে পারে।

0Shares

COMMENTS