Sunday - May 5, 2024 9:15 AM

Recent News

প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ : ৫৭তম দেশ হিসাবে মহাকাশের বাসিন্দা বাংলাদেশ

প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ : ৫৭তম দেশ হিসাবে মহাকাশের বাসিন্দা বাংলাদেশ

সজিব খান: অবশেষে মহাকাশে জায়গা করে নিচ্ছে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১। এর উৎক্ষেপণের মাধ্যমে নিজস্ব স্যাটেলাইটের অধিকারী হিসেবে বিশ্বের ৫৭তম দেশ হিসাবে বাংলাদেশের আত্মপ্রকাশ।
এর আগে গত দুই এপ্রিল কোস্টারিকা তাদের প্রথম নিজস্ব স্যাটেলাইট দচজঙণঊঈঞঙ ওজঅতট’ আমেরিকার ফ্লোরিডার ক্যাপ কেনাভেরাল থেকে ‘ফেলকন-৯’ রকেটের মাধ্যমে মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করতে সক্ষম হয়। একই সময়ে ওই রকেটের মাধ্যমে কেনিয়া তাদের ১কটঘঝ-চঋ স্যাটেলাইট উৎক্ষেপণ করে।
তার আগে চলতি বছরের ২১ জানুয়ারি নিউজিল্যান্ড তাদের নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করে। এছাড়া মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা ২০১৭ সালের ২৬ ডিসেম্বর, একই বছরের ২৩ জুন স্লোভাকিয়া, ৩ জুন মঙ্গোলিয়া, ১৮ এপ্রিল ফিনল্যান্ড, ২০১৪ সালের ১৯ জুন একই দিনে ইরাক, বেলজিয়াম এবং উরুগুয়ে তাদের স্যাটেলাইট উৎক্ষেপণ করে। অস্ট্রিয়া তাদের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি।
বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণসহ বিশ্বে এ পর্যন্ত প্রায় ৫৭টি দেশ থেকে কয়েকহাজার স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপন করা হয়েছে তবে পৃথিবীর মাত্র ১০টি দেশ নিজস্ব প্রযুক্তিতে ও নিজস্ব উৎক্ষেপনকেন্দ্র থেকে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপন করতে সক্ষম হয়েছে।
এর মধ্যে সর্বপ্রথম সোভিয়েত ইউনিয়ন ১৯৫৭ সালে স্পুটুনিক-পিএস রকেটের সাহায্যে স্পুটুনিক-১ স্যাটেলাইট মহাকাশে সফলভাবে উৎক্ষেপন করতে সক্ষম হয়। ১৯৫৮ সালের ৩১ জানুয়ারি এক্সপ্লোরার-১ নামে স্যাটেলাইট উৎক্ষেপণ করে যুক্তরাষ্ট্র। এছাড়া ফ্রান্স (১৯৬৫), জাপান (১৯৭০), চীন (১৯৭০), যুক্তরাজ্য (১৯৭১), ভারত (১৯৮০), ইসরায়েল (১৯৮৮), ইউক্রেইন (১৯৯২) ও ইরান (২০০৯) amadershomoy.com

0Shares

COMMENTS