Sunday - April 28, 2024 8:03 AM

Recent News

ওবামার স্টেম সেল নীতির বিরুদ্ধে আদালতের রায়

বাংলাপ্রেস(নিউইংল্যান্ড)ওবামার স্টেম সেল গবেষণার জন্য সরকারি অর্থ বরাদ্দ আপাতত বন্ধ রাখার পক্ষে রায় দিয়েছে ইউ এস ডিষ্ট্রিক্ট কোর্ট। এতে করে হোঁচট খেল স্টেম সেল গবেষণার জন্য ওবামা প্রশাসনের তহবিল বাড়ানোর পরিকল্পনা। মানব ভ্রূণের স্টেম সেল নিয়ে গবেষণায় মানব ভ্রূণ নষ্ট করা হচ্ছে বলে যেসব বিজ্ঞানী দাবি করছেন আদালত তাদের পক্ষেই রায় দিয়েছেন। প্রেসিডেন্ট বারাক ওবামা মার্চ মাসে স্টেম সেল গবেষণায় তহবিল বরাদ্দের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিলেন। স্টেম সেল গবেষণা স্মৃতিক্ষয় ও পারকিনসনস রোগের মতো এ রকম অনেক জটিল রোগের চিকিৎসার জন্য উপকারি বলে মনে করেন অনেক বিশেষজ্ঞই।

সমালোচকরা বলছেন, ওবামার পূর্বসূরি প্রেসিডেন্ট জর্জ ডবিস্নউ বুশ স্টেম সেল গবেষণার জন্য তহবিল নিষিদ্ধ করায় আলঝেইমার, পারকিনসন এবং ডায়াবেটিসের মতো রোগের চিকিৎসা আবিষ্কারের কাজ ব্যাহত হচ্ছে। কিন্তু মার্কিন জেলা আদালতের বিচারক বয়সে ল্যামবার্থ ১৫ পৃষ্ঠার রায়ে লেখেন, ‘ইএসসি (মানব ভ্রূণের স্টেম সেল) গবেষণা স্পষ্টতই এমন এক গবেষণা যাতে মানব ভ্রূণ ধ্বংস হয়।’ তিনি লেখেন, ‘এ গবেষণা করতে হলে মানব ভ্রূণের স্টেম সেল মানব ভ্রূণ থেকেই নিতে হয়। স্টেম সেল নেওয়ার এ প্রক্রিয়ায় ওই ভ্রূণ নষ্ট হয়ে যায়। সুতরাং ভ্রূণ নষ্ট না করে যে এ গবেষণা পরিচালিত হতে পারে না তা পরিষ্কার।’ আর মানব ভ্রূণ নষ্ট হলে স্টেম সেল গবেষণার জন্য ফেডারেল তহবিল বরাদ্দ করা মার্কিন আইনে নিষিদ্ধ।

0Shares

COMMENTS