Sunday - April 28, 2024 2:12 PM

Recent News

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ‘আই হ্যাভ এ ড্রিম’ এর রূপকার মার্টিন লুথারের জন্মদিন পালন

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ‘আই হ্যাভ এ ড্রিম’ এর রূপকার মার্টিন লুথারের জন্মদিন পালন

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আমেরিকায় ১৯৮৬ সন থেকে দিনটি সরকারী ছুটির দিন হিসেবে পালিত হয়ে আসলেও জ্যাকসন হাইটস এর ডাইভারর্স কমিউনিটি এই বিশেষ দিনটি পালন করে আমেরিকার মানবতাবাদী কর্মী ও কিংবদন্তী ড: মার্টিন লুথার কিং এর প্রতি সম্মান প্রদর্শনের অনুষ্ঠান শুরু করেন ২০১৫ সনে। স্থানীয় রেনেসা চার্টার্ড স্কুলটি স্থান হিসেবে বাচাঁই করা হয়। জ্যাকসন হাইটস এর আয়োজক সংগঠনগুলোর সাথে মোহাম্মদী সেন্টারের পক্ষে ইমাম কাজী কায়্যূমকে অংশগ্রহনের আমন্ত্রণ জানানো হলে তিনি স্বাচ্ছন্দে ২০১৫ এবং ২০১৬ শুরুর দুটি বছর এতে অগ্রণী ভূমিকা সহ প্লানিং কমিটিতে দায়িত্ব পালন করেন। গত ১৫ই জানুয়ারী সোমবারের অনুষ্ঠানে ইমাম কাজী কায়্যূম অংশগ্রহণ করে অংশগ্রহণকারী বিভিন্ন সংগঠন বিশেষ করে ইমিগ্রেশন গ্রুপের সাথে কথা ও মত বিনিময় করেন। ইমিগ্রেশন একটিভিষ্ট মিস লুসি বাংলাদেশী ইমিগ্রান্ট তালুকদার পরিবারের কথাও সেখানে তার বক্তৃতায় তুলে ধরেন। তিনি বলেন, আমাদের সকলের প্রচেষ্ঠায় পরিবারটি এখন প্রায় শংকা মুক্ত। মার্টিন লুথার ডে অনুষ্ঠানে ইমাম কাজী কায়্যূম তার অংশগ্রহণের কারন এভাবে ব্যক্ত করেন যে, ৬৩২ খৃষ্টাব্দে বিদায় হজ্জের ভাষণে নবী মোহাম্মদ (সা:) মানবতার নবী হিসেবে শান্তির ধর্ম ইসলামকে প্রতিষ্ঠিত করতে যে কয়েকটি কথা বলেছিলেন, তার মধ্যে একটি ছিল এই যে, “সাদার ওপরে কালোর কিংবা কালোর ওপরে সাদার কোন ভেদাভেদ নেই”। সবাইকে খোদাভীতি ও আন্তরিকতার ভিত্তিতেই যাঁচাই হবে। যেহেতু মার্টিন লুথার কিং একজন পাদ্রী ছিলেন, তাই নবী মোহাম্মদ (সাঃ) এর সেই বাণীকেও তিনি ভাল করে জানতেন, যা তিনি তার বর্ণ বৈষম্য নীতির বিরুদ্ধাচারণে সব সময়ই বলতেন। ইমাম কায়্যূম বলেন, মার্টিন লুথান কিং যদি তার এমন কথার উচ্চারণের জন্য হিরো হতে পারেন, তার নামে আমেরিকায় ছুটি হতে পারে, তবে যাকে অনুস্মরণ করে তিনি এমন মহা বাণীটি উচ্চারণ করেছিলেন, সেই নবী মোহাম্মদ (সাঃ) এর জন্মদিনে কেন আমেরিকায় সরকারি ছুটি হবে না। ইমাম কাজী কায়ূম বলেন, ৫৭০ খ্রিষ্টাব্দে এপ্রিল মাসের শেষ সোমবারে নবী মুহাম্মদও (সাঃ) জন্ম গ্রহণ করেছিলেন, যা ইসলামী মাসের ১২ই রবিউল আউয়ালে বিশ্বব্যাপী আমরা মহা উৎসবে পালন করে থাকি। তাই মার্টিন লুথার কিং এর সোমবার জন্মদিন পালন ইনশাআল্লাহ আমেরিকায় নবী মোহাম্মদ (সাঃ) এর জন্মদিন পালনের ক্যাম্পেইন, যা স্থানীয় মোহাম্মদী সেন্টার ২০১২ সনে শুরু করে এবং প্রক্রিয়াধীন আছে। ইনশাআল্লাহ্ একদিন কার্যে পরিণত হবে বলে আমি আশাবাদী, “সো, আই হ্যাভ এ ড্রিম টু”। ইমাম কাজী কায়্যূম বলেন, নবী মোহাম্মদ (সাঃ) ধর্ম- বর্ণ- জাতি নির্বিশেষে রাহমাতুল্লিল আলামীন অর্থাৎ সকলের জন্য নবী হয়ে এই ধরাধামে আগমণ করেছিলেন। সে জন্য ঐ দিন ছুটি পালিত হলে শুধু মুসলমানগণই নয় বরং আমেরিকায় বসবাসরত সকল ধর্মের-বর্ণের-জাতের অভিবাসী ও অধিবাসীরা এমন মহা দিনকে উদ্যাপন এবং উপভোগ করতে পারবেন।

0Shares

COMMENTS