Saturday - April 27, 2024 2:37 PM

Recent News

নিউইয়র্কে উৎসব ডটকমের জমজমাট প্রতিষ্ঠা বার্ষিকী

নিউইয়র্কে উৎসব ডটকমের জমজমাট প্রতিষ্ঠা বার্ষিকী

আকবর হায়দার কিরন : নিউইয়র্ক তথা উত্তর আমেরিকার জনপ্রিয় অনলাইন ভিত্তিক বানিজ্যিক প্রতিষ্ঠান উৎসব ডটকমের ১২ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি জেএফকে বিমান বন্দরের অদুরে অবস্থিত হিল্টন হোটেলে আয়োজিত হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠান। অত্যন্ত সুপরিকল্পিত এই অনুষ্ঠানটির সামগ্রিক পরিকল্পনায় এবং উপস্থাপনায় ছিলেন প্রবাসের জনপ্রিয় উপস্থাপক, অভিনয় ও আবৃত্তি শিল্পী আবীর আলমগীর। পুরো অনুষ্ঠান জুড়ে ছিলো উৎসব এর গেলো বছর গুলোর বিভিন্ন কর্ম কান্ডের উপর নির্মিত বিশেষ ভিডিও চিত্র। ব্যাবসা বানিজ্যের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক উদ্যোগের সাথে উৎসব এর  সম্পৃক্ততার নানান চিত্র ফুটে ওঠে বিশাল পর্দায়। বাংলাদেশের জনপ্রিয় ক্লোজ আপ ওয়ান এর আদলে প্রবাসে হিলসাইড হোন্ডা সংগীত প্রতিযোগিতা, ফোবানা সহ বিভিন্ন বড় বড় ইভেন্টের প্রধান পৃষ্ঠপোষকতা, খ্যাতনামা শিল্পীদের নিয়ে বড় ধরনের কনসার্ট ইত্যাদি আয়োজন করে উৎসব এখন প্রবাসীদের কাছে চেনা একটি নাম। উৎসব ডটকমের মাধ্যমে খুব সহজে দেশে বিবিন্ন উপহার পাঠানো এখন অনেকের নিয়মিত অভ্যাস হয়ে দাঁড়িয়েছে।ভিডিও প্রদর্শনীর ফাঁকে ফাঁকে উৎসব এর কর্ণধার রায়হান জামান বিভিন্ন ক্ষেত্রে গেলো ১২ বছর ধরে যারা নানভাবে এই  প্রতিষ্ঠানকে আন্তরিক সাহায্য এবং সহযোগিতার মাধ্যমে পরিপূর্ণ করেছেন তাঁদের কয়েক জনকে বিশেষ ভাবে পদক প্রদান করে সন্মান জানান। সম্মাননা প্রাপ্তদের ভেতর রয়েছেন এনটিভির উত্তর আমেরিকা প্রধান হোসেন সৈয়দ, শিফট এর ইফতেখার আইভান, বিজ্ঞ্যাপন নির্মাতা গোলাম সারওয়ার হারুন, উৎসবের লগো ডিজাইনকারী শিল্পী তাজুল ইমাম সহ আরও কয়েকজন। খ্যাতনামা সংগীত পরিচালক ফুয়াদ শারীরিক অসুস্থতার জন্যে আসতে না পারলেও তার কথা অনুষ্ঠানে বিশেষ ভাবে উল্লেখ করেন রায়হান জামান।এই অনুষ্ঠানে গিয়ে মনে হয়েছে প্রবাসের সবচেয়ে উল্লেখযোগ্য মানুষদের বেশীর ভাগই এতে উপস্থিত ছিলেন। শুধু এই অনুষ্ঠানে যোগ দিতে ফ্লোরিডা থেকে নিউইয়র্ক আসেন ফোবানা চেয়ারম্যান আতিকুর রহমান এবং সেখানে অবস্থানরত শিল্পী এস আই টুটুল। এছাড়া ফোবানার বেশ ক’জন প্রাক্তন চেয়ারম্যান সহ অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাকে অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায়। গনমাধ্যমের প্রতিনিধিদের জন্যে একেবারে সামনের দিকে বসার ব্যবস্থা ছিলো সত্যিই উল্লেখযোগ্য।ওস্তাদ মোরশেদ খান অপুর সেতার বাদনের মাদ্যমে উৎসবের ১২ বছর পূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা হয়। তার সাথে তবলায় সঙ্গত করেন খ্যাতনামা বাজিয়ে তপন  মোদক। বিপা এবং বাপার শিল্পীদের নাচ অনুষ্ঠানে এক ভিন্নমাত্রা যোগ করে। হিলসাইড হোন্ডা আয়োজিত সংগীত

প্রতিযোগিতার সেরা শিল্পীদের পরিবেশনা উপস্থিত শ্রোতা দর্শকরা প্রানভরে উপভোগ করেন। মাটি ব্যান্ডের বাদন ছিলো অত্যন্ত জমজমাট। প্রবাসের জনপ্রিয় সাংবাদিক নিহার সিদ্দিকী উৎসব এর ১২ বছর পূর্তি অনুষ্ঠানের বেশ কিছু অংশ কেসবুকের ‘কিরন টিভি’র মাধ্যমে সরাসরি প্রদর্শন করেন। সাউন্ড গিয়ারর শব্দ নিয়ন্ত্রন এবং লাইটিং অনুষ্ঠানের আকর্ষণ অনেক বাড়িয়েছে। 
0Shares

COMMENTS