Sunday - April 28, 2024 10:07 AM

Recent News

নিউইয়র্ক প্রবাসী জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও পরিচালক ফুয়াদ ক্যান্সারে আক্রান্ত

নিউইয়র্ক প্রবাসী জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও পরিচালক ফুয়াদ ক্যান্সারে আক্রান্ত

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক প্রবাসী জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও পরিচালক ফুয়াদ ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। গত শুক্রবার তিনি নিজেই ফেইসবুকে দেয়া ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন। ফুয়াদ বলেন, তিনি ক্যান্সারে আক্রান্ত। সম্প্রতি তার দেহে ক্যান্সারের জীবাণু থাকার বিষয়ে নিশ্চিত হয়েছেন চিকিৎসকরা।
ফুয়াদ বলেন, ‘গত সপ্তাহে আমি চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা করেছি। আমার শরীরে প্যাপিলারি কারসিনোমা ধরা পড়েছে। এটা থাইরয়েড ক্যান্সার। তবে কোন পর্যায়ে আছে, তা এই মুহূর্তে বলতে পারছি না। থাইরয়েড ক্যান্সার হচ্ছে সব ক্যান্সারের মধ্যে সহজে নিরায়মযোগ্য। এই অসুখ নিয়ে অনেকে অনেক দিন বেঁচে থাকেন। সবাই আমার জন্য দোয়া করবেন।’
ফুয়াদ ১৯৮৮ সালে আট বছর বয়সে বাংলাদেশ ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্র চলে আসেন এবং একটি জুনিয়র স্কুলে ভর্তি হন। তিনি সবসময় সঙ্গীত নিয়ে ব্যস্ত থাকেন। ১৯৯৩ সালে তিনি ব্যান্ড দল গঠন করেন। ১৯৯৯ সালে প্রথম ব্যান্ড ভেঙে আরও একটি নতুন ব্যান্ড প্রতিষ্ঠা করেন।

0Shares