Saturday - April 27, 2024 5:06 PM

Recent News

বাংলাদেশের মানবাধিকার বিষয়ে যুক্তরাষ্ট্র কংগ্রেসে শুনানী অনুষ্ঠানের জন্য নিউইয়র্কে সেমিনারে দাবী

নিউজ ওয়ার্ল্ড, নিউইয়র্ক থেকে।-বাংলাদেশে গনতন্ত্র, মানবাধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা বিষয়ক এক সেমিনারে বক্তারা দেশে সরকারী দলের দমন পীড়নে তীব্র নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র কংগ্রেসে বাংলাদেশের মানবাধিকার লংঘন ও সাংবাদিক নির্যাতন বিষয়ে একটি শুনানী অনুষ্ঠানের দাবী জানিয়েছেন। সেমিনারের বক্তারা আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও বিশেষ সংবাদদাতা ওলিউল্লা নোমানের কারাদন্ড এবং আরাফাত রহমান কোকোর প্যারোল বাতিলে গভীর উদ্বেগ প্রকাশ করেন

গতকাল সোমবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে অবস্থিত জুইশ সেন্টারে অনুষ্ঠিত এই সেমিনারে মুল বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ। সেমিনারে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ফাজলে রশিদ।

যুক্তরাষ্ট্র ভিত্তিক কয়েকটি সংগঠনের উদ্যোগে আয়োজিত উক্ত সেমিনারে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি মনজুর আহমদ, লং আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডঃ শওকত আলী, আইবিএনপির মহাপরিচালক জিল্লুর রহমান জিল্লু, ইউএস বাংলাদেশী ফোরামের সভাপতি আলহাজ্ব সুলাইমান ভুইয়া, ইউনাইটেড ন্যাশনালিস্ট ফোরামের সভাপতি ডাঃ মুজিবুর রহমান মজুমদার,বাংলাদেশী আমেরিকান থিংক ট্যাঙ্কের সভাপতি ডাঃ হামিদুজ্জামান,হিউম্যান রাইটস ডেভোলাপমেন্ট অব বাংলাদেশের সভাপতি মাহতাব উদ্দীন আহমেদ, হলিডে পত্রিকার যুক্তরাষ্ট্র প্রতিনিধি মইনুদ্দীন নাসের, বাংলাদেশ আমেরিকান জাতীয়তাবাদী ফোরামের সভাপতি আনোয়ারুল ইসলাম, জাতীয়তাবাদী সমর্থক ফোরামের সভাপতি শাহাদাত হোসেন, ভয়েস অব বাংলাদেশের আরিফুল হক আরিফ, রাইটার্স ফোরামের সভাপতি আব্দুল্লাহ আল আরিফ, সাংবাদিক মাহমুদ খান তাসের, ইত্তেফাকের কূটনৈতিক সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী, নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক পরিচয় পত্রিকার পত্রিকার সম্পাদক নাজমুল আহসান, মুক্তিযোদ্ধা আজাহারুল হক মিলন প্রমুখ।

জাতীয় প্রেসক্লাব সভাপতি শওকত মাহমুদ বিরোধী দল ও মতের উপর নজীবিহীন নির্যাতন এবং মানবাধিকারের ব্যাপক লংঘনের কথা সবিস্তারে তুলে ধরে বলেন, সাংবাদিক নিপীড়নের বিরুদ্ধে প্রনীত যুক্তরাষ্ট্রের নতুন আইন ড্যানিয়েল পার্ল এ্যাক্টকে বাংলাদেশের ক্ষেত্রে কার্যকর করতে বাংলাদেশী-আমেরিকানদের সোচ্চার হতে হবে।

তিনি আরাফাত রহমান ককোর প্যারোল বাতিলের

ফাজলে রশীদ বলেন, মানবাধিকার এবং সংবাদপত্রের কন্ঠরোধ করে অতীতে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি। ভবিষ্যতেও থাকতে পারবে না।

সাংবাদিক মনজুর আহমদ বলেন, ভোটের মাধ্যমে ক্ষমতাই এলে গনতান্ত্রিক সরকার বলা যায় না। তিনি বলেন, আওয়ামী লীগের রন্দ্রে রন্দ্রে একদলীয় শাসনের পুঁজ রয়েছে।

ডঃ শওকত আলী বলেন, বাংলাদেশে এখন চলছে নজীর বিহীন দূর্নীতি।

জিল্লুর রহমান জিল্লু বলেন, মানবাধিকার হরণ বন্ধ না হলে যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বে প্রবাসীরা আন্দোলন গড়ে তুলবে।

সুলাইমান ভুইয়া বলেন, আওয়ামী লীগের ইতিহাসই হচ্ছে একনায়কন্ত্রের।

সভায় আইবিএনপির উদ্যোগে বাংলাদেশের সামপ্রতিক ঘটনা প্রবাহের উপর নির্মিত একটি প্রামান্য চিত্র দেখানো হয়। 

সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কমিউনিটি নেতা গিয়াস আহমেদ, আখতার হোসেন বাদল, আবু সাইদ আহমেদ, আমানত হোসেন আমান, ডাঃ শাহ আলম প্রমুখ।

0Shares

COMMENTS