Sunday - April 28, 2024 7:24 AM

Recent News

যুবদল নেতা কর্মীদের উপর হামলা ও মিথ্যা মামলা দায়ের করায় যুক্তরাষ্ট্র যুবদলের তীব্র নিন্দা এবং প্রতিবাদ।

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্যারোল বাতিলের সিদ্ধানেত্মর প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবীতে গত ২২ আগষ্ট ঢাকায় যুবদল আয়োজিত মিছিলে পুলিশের টিয়ার গ্যাস নিড়্গেপ ও লাঠি চার্জ করে নেতাকর্মীকে আহত ও গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্র যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আশরাফ উদ্দিন ঠাকুর ও সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ।

ঢাকায় যুবদলের শানিত্মপূর্ণ মিছিলে সরকারের লেলিয়ে দেয়া পুলিশ বাহিনীর অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যুক্তরাষ্ট্র যুবদল নেতৃবৃন্দ বলেন, এটা সরকারের নোংরা রাজনীতি ও ফ্যাসিবাদী চরিত্রেরই বহিঃপ্রকাশ। তারা অনতিবিলম্বে আরাফাত রহমান কোকোর প্যারোল বাতিলের সিদ্ধানত্ম প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তি দাবী জানিয়েছেন। এছাড়া যুবদলের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আব্দুস সালাম আজাদ, সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোরতাজুল করিম বাদরম্ন, সাংগঠনিক সম্পাদক আ.ক.ম মোজাম্মেল সহ যুবদলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করায় যুক্তরাষ্ট্র যুবদল নেতৃবৃন্দ বিবৃতিতে প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে বলেন, অবিলম্বে যুবদলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি না দিলে বর্তমান ডিজিটাল বাকশালী সরকারের বিরম্নদ্ধে দেশ ও প্রবাসে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে।

0Shares

COMMENTS