Saturday - April 27, 2024 8:06 PM

Recent News

সাউথ জার্সী মেট্রোপলিটন সিটি আওয়ামীলীগের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৩৫তম শাহাদাত বার্ষিকী পালন

আটলাণ্টিক সিটি থেকে আকবর হোসাইন: গত  ১৭ই আগস্ট মঙ্গলবার ওয়েষ্ট আটলাণ্টিক সিটির কোয়ালিটি ইন হোটেলে সাউথ জার্সী মেট্রোপলিটন সিটি আওয়ামীলীগের উদ্যেগে বাঙ্গালী জাতির শ্রেষ্ট সন্তান বাংলাদেশের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৩৫তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষ্যে এক শোকসভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।[nggallery id=28]

সাউথ জার্সী মেট্রোপলিটন সিটি আওয়ামীলীগের প্রসিডেণ্ট জহিরুল ইসলামের সভাপতিত্তে এবং সাধারন সম্পাদক নুরুন্নবী চৌধুরী শামীমের ঊপস্থাপনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট আওয়ামী লীগের প্রেসিডেণ্ট অধ্যাপক খালিদ হাসান।জাতির পিতা ও তাঁর পরিবারের নিহত সদস্যদের প্রতি দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শূরু হয়।সভায় সাউথ জার্সীর অসংখ্য আওয়ামী সমথক উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকারী খুনী এবং জামাত শিবিরচক্র যুক্তরাষ্টে ষ্টেট ডিপাটমেণ্টর কাছে তদবির শুরু করেছে।আওয়ামীলীগের নেতৃবৃন্দকে অবশ্যই এই চক্র যাতে যুক্তরাষ্টের ষ্টেট ডিপাটমেণ্টকে প্রভাবিত করে তাদের নেতাদেরকে মুক্ত করতে না পারে সে লক্ষ্যে কাজ করতে হবে।যুক্তরাষ্টের ষ্টেট ডিপাটমেণ্টর কাছে তাদের খুন,হত্যাসহ অন্যান্য অপরাধের কথা তুলে ধরতে হবে।অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জাহানারা হাসান, আওয়ামীলীগ নেতা লুতফুর করিম্‌, শ্রমিকলীগের প্রধান সম্ননয়কারী আবদুর রহিম বাদশা্‌,  নিউইয়র্ক শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল ইসলাম খোকন , নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিপুল কামাল, সাউথ জার্সী মেট্রোপলিটন সিটি আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম খালিদ,মামুন মোসতফা, মুক্তকণ্ঠ পএিকার সম্পাদক হেলাল মাহমুদ এবং সাংগাঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম।  বক্তারা বঙ্গবন্ধুকে হত্যাকারী পালিয়ে থাকা খুনিদের অবিলম্বে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাড় করানোর দাবি জানান৷ সভায় একাত্তরের যুদ্ধপরাধীদের বিচার সম্পন্ন করে বংগবন্ধুর লালিত স্বপ্ন মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বাংগালী জাতি গঠনে এগিয়ে যাওয়ার আহবাণ জানানো হয়৷ সভায় বক্তারা বলেন যুক্তরাষ্ট আওয়ামী লীগের প্রেসিডেণ্ট অধ্যাপক খালিদ হাসানের উপস্থিতিই প্রমান করে সাউথ জার্সীতে আওয়ামী লীগের  আসল সংগঠন কোনটি।নেতৃবৃন্দ জামাত শিবিরের নেতার মাধ্যম পরিচালিত আওয়ামীলীগ ছেড়ে সাউথ জার্সীর প্রকৃত আওয়ামীলীগের সাথে যোগ দেয়ার জন্য সবাইকে আহব্বান জানান।জানা যায় প্রেসিডেণ্ট অধ্যাপক খালিদ হাসানকে যুক্তরাষ্ট আওয়ামী লীগের  ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাজজাদ ও নিজাম বারবার অনুরোধ করা সত্তেও জামাত শিবির সমত্তিত কমিটির সভায় উপস্থিত হতে তিনি রাজি হননি।সভা শেষ হওয়া পযন্ত সাধারন আওয়ামী লীগের কর্মী,সমথকরা প্রেসিডেণ্ট অধ্যাপক খালিদ হাসানের জন্য অপেক্ষা করলেও তাকে সভায় দেখতে না পেয়ে আয়োজকদেরকে তিরস্কার করেন অনেকে।উপায়ন্তর না দেখে সভায় জানানো হয় তিনি অসুস্থতার কারনে আসতে পারেননি যদিওবা তিনি প্রধান অতিথি  হিসাবে সাউথ জার্সী মেট্রোপলিটন সিটি আওয়ামীলীগের  অনুষ্টানে উপস্থিত ছিলেন।প্রধান অতিথি উপস্থিত না থাকায় একজন উপদেষ্টাকে প্রধান অতিথি করা হয়। এখন সাউথ জার্সীতে বসবাসরত আওয়ামীলীগের নেতা কর্মীদের ভেবে দেখার সময় এসেছে তারা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কতৃক দায়িত্ত প্রাপ্ত  যুক্তরাষ্ট আওয়ামীলীগের প্রেসিডেণ্ট অধ্যাপক খালিদ হাসানের রাজনীতি করবেন, নাকি সাজজাদ ও নিজাম আওয়ামীলীগের রাজনীতি করবেন।সবশেষে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে বঙ্গবন্ধু ও পঁচাত্তরের ১৫ই আগস্টে শহীদ হওয়া বংগবন্ধুর পরিবারের অন্যান্য সদস্যদের এবং আরো যারা সেদিন শহীদ হয়েছিলেন তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সকলকে ইফতার ও রাতের খাবারে আপ্যায়ন করা হয়।

0Shares

COMMENTS