Sunday - April 28, 2024 12:29 AM

Recent News

৫ লাখ মৌমাছি হত্যায় দুই মার্কিন কিশোর গ্রেফতার!

৫ লাখ মৌমাছি হত্যায় দুই মার্কিন কিশোর গ্রেফতার!

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক :: যুক্তরাষ্ট্রের এক মধু আহরণ খামারে ভাংচুর চালিয়ে ৫ লাখ মৌমাছি মেরে ফেলার অভিযোগে বৃহস্পতিবার দুই কিশোরকে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ।  যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের সিউক্স সিটির এক খামারে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত দুই জন কিশোর গত ডিসেম্বরের ঐ খামারের  ৫০টি মৌচাক ধ্বংস করে। যাতে থাকা প্রায় ৫ লাখের মত মৌমাছি মারা যায়।
উইয়াল্ড হিল হানি ফার্মের মালিক জানান, এ ঘটনায়  তার প্রায় ৬০ হাজার ডলার ক্ষতি হয়েছে। কোন কারণ ছাড়াই দুই কিশোর এই ধ্বংসজজ্ঞ চালায় বলে জানান তিনি।

ফার্মের আরেক মালিক জানান, তারা খামারের প্রত্যেক মৌচাকেই আঘাত হানে এবং সব মৌমাছিকেই মেরে ফেলে।

২৮ ডিসেম্বরে বরফ পরিষ্কার করতে খামারে গেলে তারা মৌচাকগুলো ভাঙ্গা অবস্থায় দেখতে পান।

পরে তারা জাতীয় ও আন্তর্জাতিকভাবে এ ঘটনা অনলাইনের মাধ্যমে ছড়িয়ে দেন তারা। যার ফলে অভিযুক্ত দুই কিশোরকে শনাক্ত করে পুলিশের জন্য সহজ হয়ে পড়ে।
আটককৃত দুই কিশোরের বয়স যথাক্রমে ১২ এবং ১৩ বছর। তাদের বিরুদ্ধে ফার্মের মৌমাছির প্রাণহানি, চুরি এবং আইন লঙ্ঘনের ফৌজদারী অপরাধের অভিযোগ আনা হয়েছে। সূত্র: পরিবর্তন

0Shares

COMMENTS